হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিম তীরের সলফিত প্রদেশে সায়োনিস্ট বসতিস্থাপনকারীরা আরেকটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। ইসলামি পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে তাদের ধারাবাহিক আক্রমণাত্মক কার্যক্রমের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোররাতে বসতিস্থাপনকারীদের একটি দল দেইর ইস্তিয়া শহরে হঠাৎ হামলা চালায়। তারা প্রথমে মসজিদের কাচ ভেঙে ফেলে এবং পরে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। মুহূর্তেই মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে মসজিদের বাইরের দেয়ালে হিব্রু ভাষায় বর্ণবাদী ও উসকানিমূলক স্লোগান লিখে রেখে যায় হামলাকারীরা।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ ও সিভিল ডিফেন্স টিম আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে মসজিদের মাত্র অল্প একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে এলাকায় এমন হামলা বেড়েই চলেছে। এর আগেও একই অঞ্চলে অবস্থিত মসজিদে আলী ইবনে আবি তালিব—এও আগুন ধরিয়ে দিয়েছিল সায়োনিস্ট বসতিস্থাপনকারীরা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনাকে “পরিকল্পিত উসকানি” ও “ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে সন্ত্রাসী আচরণ” হিসেবে নিন্দা জানিয়েছে। এলাকাবাসীর দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এসব হামলাকে আরও উস্কে দিচ্ছে।
আপনার কমেন্ট